Get Data Scrapping Solutions

Subject-wise preparation: Bengali Language and Literature
#9352
১. বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে। এগুলো হল -
উঃ ধ্বনি,শব্দ,বাক্য
২. “গরল” শব্দের বিপরীত শব্দ কি?
উঃ অমৃত
৩. "এ এক বিরাট সত্য" এখানে সত্য কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
উঃ বিশেষ্য
৪.“অচেনা” কোন সমাস?
উঃ তৎপুরুষ
৫.“গাড়ী ষ্টেশন ছাড়ে"। এখানে ষ্টেশন কোন কারকে কোন বিভক্তি?
উঃ অপাদান কারকে শূন্য
৬. কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়?
উঃ পদ্মভূষণ
৭. “মাটির ময়না” চলচ্চিত্রের নির্মাতা কে?
উঃ তারেক মাসুদ
৮. লিঙ্গান্তর হয় না। এমন শব্দ কোনটি?
উঃ কবিরাজ
৯. নির্ভুল বানান কোনটি?
উঃ মুহুর্মুহু
১০. বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
উঃ চন্দ্রাবতী
১১. ওমর খৈয়াম কোন দেশের কবি?
উঃ কোনটিই নয়।
১২. চেটে খাওয়ার যোগ্য?
উঃ লেহ্য
১৩. সন্ধি বিচ্ছেদ পুরস্কার
উ: পুরঃ+কার
১৪. চোখের বালি এর অর্থ
উ: শত্রু
১৫. কৃতঘ্ন অর্থ
উ: যে উপকারীর অপকার করে
১৬. চক্ষু দ্বারা গৃহীত
উ: চাক্ষুষ
১৭. মোদের গরব,মোদের আশা,আমরি বাংলা ভাষা কার উক্তি –
উ: কোনটি নয় (অতুল প্রসাদ সেন সঠিক উত্তর)
১৮. বাংলা নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্মস্থান
উ: রংপুর
১৯. যা স্থায়ী নয়
উ: অস্থায়ী
২০. আমানত অর্থ
উ: গচ্ছিত।
    InterServer Web Hosting and VPS

    The role of Senior Manager / AGM – Textile Q[…]

    The role of Security Manager at this garment facto[…]

    The technician role at Coloasia Limited involves e[…]

    The role at Accessories View Ltd involves driving […]

    Data Scraping Solutions