Get Data Scrapping Solutions

Government, semi-government, autonomous and government-owned companies, etc.
#9356
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপূর্ত অধিদপ্তরের গ্রেড-১৪ হতে গ্রেড-২০ পর্যন্ত মোট ০৮ ক্যাটাগরির ৬৬৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত গত ২৯/০৯/২০২৫ তারিখ বাংলাদেশ প্রতিদিন, দৈনিক যুগান্তর এবং The daily Star পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ০৮ ক্যাটাগরির মধ্য হতে নিম্ন বর্ণিত ০৩ ক্যাটাগরির পদের MCQ টাইপ পরীক্ষা উল্লিখিত সময়সূচি অনুযায়ী ঢাকা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষা ১২ ডিসেম্বর,২০২৫ শুক্রবার সকাল ১০.০০-১১.০০ ঘটিকা।
হিসাব সহকারী পদের পরীক্ষা ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার সকাল ১০.০০-১১.০০ ঘটিকা।
অফিস সহায়ক পদের পরীক্ষা ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার সকাল ১০.০০-১১.০০ ঘটিকা।
পরীক্ষায় অংশ গ্রহণের জন্য http://recruitinent.pwd.gov.bd ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীদের মোবাইল নম্বরে SMS পাঠানো হবে। প্রবেশপত্রটি MCQ পরীক্ষা, লিখিত ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। প্রবেশপত্রটি সংরক্ষণ করতে হবে। প্রবেশপত্রে পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্র উল্লেখ থাকবে। প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রটির প্রিন্ট কপি পরীক্ষার কেন্দ্রে পরিদর্শককে প্রদর্শন করতে হবে। প্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। প্রার্থীদের যথাসময়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
    Similar Topics
    InterServer Web Hosting and VPS

    The role of Senior Manager / AGM – Textile Q[…]

    The role of Security Manager at this garment facto[…]

    The technician role at Coloasia Limited involves e[…]

    The role at Accessories View Ltd involves driving […]

    Data Scraping Solutions